Loading Now

ইভেন্ট ’৮৪’র পক্ষ থেকে অসহায় পরিবারারদের দেওয়া হলো উপার্জন সামগ্রী

নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর চারটি অসহায় পরিবারকে উপার্জনের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ’৮৪।

বুধবার (১৪ জানুয়ারি ) এসব সামগ্রী অসহায় ও দরিদ্র চারটি পরিবারের মাঝে বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

এসময় উপস্থিত ছিলেন ইভেন্ট ’৮৪-এর আহ্বায়ক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী মো. আনোয়ার হোসেন মিয়াকে একটি বিশেষায়িত ভ্যানগাড়ি এবং ব্যবসা শুরুর জন্য ডিম প্রদান করা হয়। পাশাপাশি জামাল আকন, মিজান ও সীমা বেগমকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দেয় সংগঠনটি।

Post Comment

YOU MAY HAVE MISSED