Loading Now

ইমামের বকেয়া বেতন চাওয়ায় যুবককে বিএনপি নেতার মারধর!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালে মসজিদের ইমামের বকেয়া বেতন চাওয়ায় যুবককে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা ও সংশ্লিষ্ট মসজিদ কমিটির সভাপতি ফরিদ উদ্দিনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার লতা লঞ্চঘাটে এ ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় ছোনখোলা জামে মসজিদ কমিটির সভাপতি ফরিদ উদ্দিনসহ দুই ছেলে রনি ও জেমি মিলে মারধর করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যুবক মাসুদ ব্যাপারী। এ ঘটনার বিচার চেয়ে হিজলা সেনাক্যাম্পে অভিযোগ দিয়েছেন তিনি। তবে মসজিদ কমিটির সভাপতি ফরিদ উদ্দিন ভুক্তভোগী মাসুদকে বেধড়ক মারধর নয়, একটি থাপ্পড় দিয়েছেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত ফরিদ উদ্দিন মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার লতা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও ছোনখোলা জামে মসজিদ কমিটির সভাপতি।

মারধরের শিকার মাসুদ হিজলা সেনা কমান্ডার বরাবর দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন, মসজিদের ইমাম রেজাউলের ২ মাসের বেতন বকেয়া রয়েছে। মসজিদের ক্যাশিয়ারের কাছে বেতন দেয়ার মতো টাকাও জমা রয়েছে। মসজিদের ইমামের এমন বক্তব্যের ভিডিও করেছিলাম। এরপর ইমামের বেতন না দেওয়ার কারণ জানতে চাই মসজিদ কমিটির সভাপতি ফরিদের কাছে। এসময় ইমামের বক্তব্য কেন ভিডিও করেছি তার কারণ জানতে চেয়ে তিনজন মিলে আমাকে বেধড়ক মারধর করে। এ ঘটনার বিচার চাই। পাশাপাশি দ্রুত ইমামের বেতন পরিশোধের দাবিও জানান তিনি।

অভিযুক্ত ফরিদ উদ্দিন বলেন, ওই ইমাম মানসিকভাবে বিকারগ্রস্ত। আট মাস আগে মসজিদের মালামাল ক্ষতিগ্রস্ত করে পালিয়ে যাওয়ায় ইমামকে একমাসের বেতন ৩ হাজার টাকা দেওয়া সম্ভব হয়নি। এ বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে হেয় করতে মাসুদ এর আগেও বিভিন্ন অপপ্রচার করেছে। তাই ইমামের ভিডিও কেন ধারণ করা হয়েছে তা জানতে চাইলে মাসুদ বলেন, ভিডিও করছি, আপলোড তো দেইনি। এখন আপলোড দেব। এর একপর্যায়ে মাসুদ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে তাকে একটি থাপ্পর দেই। তখন আমার এক ছেলে ছুটে আসে, দুই ছেলে ছিল না। আমার ছেলেরা তাকে মারধর করেনি। এ ঘটনার পর ইমামের এক মাসের বেতন দিয়ে দিতে ক্যাশিয়ারকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

মেহেন্দিগঞ্জের কাজীর হাট থানার ওসি মিজানুর রহমান মঙ্গলবার রাত ১১টার দিকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED