Loading Now

ইলিশের বাজারে ভোক্তার অভিযান!

 

নিজস্ব প্রতিবেদক ।।

ভারতে ইলিশ রপ্তানির খবরে বরিশালের বাজারে দাম বৃদ্ধির খবরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১২টায় বরিশালের পোর্টরোড পাইকারী মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য পাইকারী ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিকার। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সে লক্ষ্যে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।

তবে অভিযানে ইলিশের দামে কোনো অসংগতি পাওয়া যায়নি বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বাজারে এক কেজির ইলিশ প্রতি মণ ৬৮ হাজার, ১২ শ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপূর্ব অধিকারী বলেন, কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED