ইলিশ অভিযান: ৩৪ জেলে আটক, ২৪ জনের অর্থদণ্ড
হিজলা প্রতিনিধি ।।
বরিশালের হিজলা উপজেলাসংলগ্ন নদীসমূহে ‘মা ইলিশ’ নিধন বিরোধী অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। বুধবার রাতভর অভিযানে ৩৪ জেলেকে আটক এবং অবৈধ জালসহ ইলিশ মাছ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক। এতে অংশ নেন ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ এবং হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজিব রায়সহ নৌ-পুলিশের একটি টিম।
জানা গেছে, বুধবার রাতভর অভিযানে আটক ৩৪ জেলের বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। তাদের মধ্যে ৮ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দিয়ে বাকি ২৪ জনকে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এবং তাদের কাছ থেকেও মুচলেকা রাখা হয়েছে, এমনটি উপজেলা প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে। এছাড়া উদ্ধার ২৫০ কেজি মা ইলিশ উপজেলার ১১ টি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক জানান, গতকাল বুধবার রাতে মা ইলিশ শিকারের সময় ৩৪ জেলে, দুটি মাছ শিকারের নৌকা ও অবৈধ কারেন্ট জাল, মাছ উদ্ধার করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। আটক ট্রলার দুটি নিলামে বিক্রি করা হবে। এছাড়া উদ্ধার ইলিশ বিভিন্ন মাদ্রাসায় দেওয়া হয়েছে।’
Post Comment