ইলিশ রক্ষার অভিযানে হামলা: ৭০ জেলের বিরুদ্ধে মামলা
হিজলা প্রতিনিধি ।।
মা ইলিশ রক্ষার অভিযানে হামলা চালিয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্তত ৭ জনকে আহতের ঘটনায় ৭০ জেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ৭ জেলেকে নামধারী আসামি করে বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) ভোররাতে মেঘনা নদীতে হামলার ঘটনায় শনিবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায়।
মামলায় জেলের বিরুদ্ধে হত্যার উদ্দেশে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার জেলেদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আশুগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার শুক্রবার ভোররাতে বরিশাল জেলার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের আরাকুল গ্রামের ৭ নম্বর মাছ ঘাট সংলগ্ন নদীতে এই হামলা হয়।
গ্রেফতার জেলেরা হলেন- কালু চৌকিদার, মিজানুর রহমান, জালাল রাঢ়ী, সফিকুল ইসলাম, হানিফ চৌকিদার, নুর হোসেন সরদার ও সুলতান সরদার।
মামলা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মা ইলিশ রক্ষায় ২২ নিষেধাজ্ঞার অংশ হিসেবে মেঘনা নদীতে শুক্রবার ভোররাতে অভিযান হচ্ছিল।
অভিযানে উপস্থিত ছিলেন- হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেনসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন একটি নৌযান নিয়ে জেলেরা কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছিল।
তাতে বাধা দিলে মোট তিনটি নৌযান নিয়ে অভিযান দলকে ঘিরে ধরে ৭০ জন জেলে বাঁশ ও ইট দিয়ে হামলা চালায়। এতে ইউএনওসহ অন্তত ৭ জন আহত হয়। এ ঘটনায় ৭ জেলেকে গ্রেফতার করা হয়েছে।
Post Comment