Loading Now

ইসরায়েলকে ধন্যবাদ, হামাসকে সতর্কতা দিলেন ট্রাম্প

অনলাইন ডেক্স ।।

গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকরে সাময়িকভাবে হামলা বন্ধ করায় ইসরায়েলকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দ্রুত পদক্ষেপ নিতে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ‘জিম্মি ও শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে গাজায় সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে ইসরায়েল, এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। হামাসকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। নয়ত সব চেষ্টা ব্যর্থ হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি কোনো বিলম্ব সহ্য করব না, যা হবে বলেই মনে করছেন অনেকে। অথবা গাজা আবারও হুমকির কারণ হয়ে উঠবে এমন কোনো কিছুও মানব না। চলুন চুক্তির কাজটি দ্রুত শেষ করি। সবার সঙ্গেই ন্যায়সঙ্গত আচরণ করা হবে।’

প্রসঙ্গত, গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুতে সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প। পরিকল্পনাটি প্রকাশের পরপরই এতে সম্মতি দেন নেতানিয়াহু, কিন্তু গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তখনও সাড়া দেয়নি।

গতকাল শুক্রবার হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে। নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা।

হামাসের আংশিক সাড়া দেওয়ার বিষয়টিকে স্বাগত এবং ইসরায়েলকে গাজায় হামলা থামানোর আহ্বান জানান ট্রাম্প। এরপরপরই নেতানিয়াহু ইসরায়েলি প্রাতরক্ষা বাহিনীকে (আইডিএফ) গাজায় হামলা থামানোর নির্দেশ দেন। তবে সেই নির্দেশ উপেক্ষা করেই গাজা সিটিতে বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৪৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা

Post Comment

YOU MAY HAVE MISSED