Loading Now

ঈদকে সামনে রেখে বরিশালে প্রশাসনের অতিরিক্ত নজরদারী

নিজস্ব প্রতিবেদক ॥

ঈদ উল ফিতরকে সামনে রেখে বরিশাল মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারীর পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে। মহানগরীর সবগুলো বানিজ্যিক এলাকার বিপণি বিতান সহ নারী ও শিশু সমাগমের বানিজ্যিক এলাকাগুলোতে পোষাকধারী ১শ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি মহানগরীর ৪টি থানা এলাকায় দিনরাত টহল নিশ্চিত করতে পুুলিশের সহকারী কমিশনার থেকে উপ-কমিশনারবৃন্দ মাঠ পর্যায়ে তদারকি করছেন।

একইসাথে র‌্যাব সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছে। গোয়েন্দা নজরদারী সহ পরিপূর্ণ টহলও অব্যাহত রয়েছে। এদিকে পুলিশ প্রশাসনের পাশাপাশি নগরীতে সেনাবাহিনীর টহলও বাড়ানো হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে।

কারন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এমনকি নিরাপদে যাতে কেনা কাটা করে সাধারণ মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। একই সাথে সন্দেহ ভাজন কাউকে দেখলে থামিয়ে তাকে চেক করা হচ্ছে।

এ ব্যাপারে বিএমপির কমিশনার শফিকুল ইসলাম বলেন, আমরা অতীতের মত আসন্ন ঈদ উল ফিতরেও নগরীর প্রতিটি মানুষের স্বাচ্ছন্দে চলাফেরা সহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। এলক্ষ্যে পর্যাপ্ত পুলিশ ফোর্স মাঠে রয়েছে। ইতোমধ্যে মহানগর পুলিশের সহায়ক শক্তি হিসেবে আর্মড পুলিশও মাঠে কাজ করছে। নগরবাসীর নিরাপত্তায় কোন ঘাটতি হবেনা বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এব্যাপারে র‌্যাব-৮’এর অধিনায়ক নাসির আহমেদ বলেন, বরিশাল মহানগরী সহ পুরো দক্ষিণাঞ্চলের ১১টি জেলাতেই র‌্যাব সক্রিয় নজরদারীর পাশপাশি গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে। এমনকি সারা দেশ থেকে ঘরে ফেরা ও ঈদ পরবর্তি কর্মস্থলে ফেরা মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুরো দক্ষিণাঞ্চলের সবগুলো জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোতেও র‌্যাব এর টহল অব্যাহত থাকবে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED