Loading Now

ঈদের নাটক প্রচার নিয়ে নিলয়ের ক্ষোভ

বিনোদন ডেক্স ।।

ঈদের নাটক প্রচার নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নিলয় আলমগীর। ফেসবুকে এ নিয়ে একটি বার্তাও দিয়েছেন। কারণ, আগাম প্রচারণা না চালিয়ে এবং সংশ্লিষ্ট শিল্পী-নির্মাতাকে না জানিয়ে কেন ইউটিউবে উন্মুক্ত করা হলো, এ নিয়ে বেশ চটেছেন এ অভিনেতা।

জানা গেছে, দীপ্ত টিভিতে ঈদ উপলক্ষে প্রচার হয়েছে ‘আপন পর’ নামে একটি নাটক। যাতে অভিনয় করেছেন নিলয় ও হিমি। ১৩ জুন চ্যানেলটির ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়। আর এই বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নিলয় আলমগীর।

 

তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (শুক্রবার)। কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনও আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না।’

তিনি আরও লিখেছেন ‘যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’ এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রতিও অভিযোগের আঙ্গুল তুলেছেন অভিনেতা। যদিও নেটিজেনরা নিলয়ের এই পোস্টকেই নাটকটির প্রচারণার একটি কৌশল বলে মন্তব্য করেছেন। এরইমধ্যে নাটকটির ভিউও বেশ লক্ষনীয়।

Post Comment

YOU MAY HAVE MISSED