ঈদে ৫ ভাষায় মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’
বিনোদন ডেক্স ।।
হিন্দি ভাষায় মুক্তি পেয়েও দেশ-বিদেশে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘ধুরন্ধর’। বক্স অফিসে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি সিনেমাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভারতীয় দর্শকপ্রবাহ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দক্ষিণ ভারতের দর্শকদের আগ্রহ নির্মাতাদের নজর কেড়েছে।
এই সাফল্যের ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে ‘ধুরন্ধর ২’ এর। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ, ঈদ উপলক্ষে। এবার একসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম। ফলে নতুন পর্বটি শুরু থেকেই সর্বভারতীয় পরিসরে পৌঁছাবে।
প্রথম পর্বটি শুধু হিন্দিতে মুক্তি পেলেও দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, মুখে-মুখে প্রচার এবং একাধিকবার প্রেক্ষাগৃহে গিয়ে দেখার প্রবণতা সিনেমাটির জনপ্রিয়তা বাড়িয়ে তোলে। দক্ষিণ ভারতের পরিবেশক ও হল মালিকদের কাছ থেকেও আঞ্চলিক ভাষায় সংস্করণ আনার দাবি ওঠে।
এই চাহিদার কথা মাথায় রেখেই নির্মাতারা সিক্যুয়েলটিকে একাধিক ভাষায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে বিভিন্ন অঞ্চলের দর্শকরা প্রথম দিন থেকেই নিজ নিজ ভাষায় সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ প্রযোজনা করছে জিও স্টুডিওস ও বি বাষট্টি স্টুডিওস। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এবার গল্পের পরিসর ও নির্মাণশৈলীতে আরও বড় পরিসরের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে সিনেমাটি পরবর্তী নির্মাণ পর্যায়ে রয়েছে।
ঈদ ২০২৬-এ মুক্তির লক্ষ্য নিয়ে এগোনো ‘ধুরন্ধর ২’ ইতোমধ্যেই পরবর্তী বছরের আলোচিত মুক্তিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। প্রবাসী দর্শকের পাশাপাশি কিছু বিদেশি বাজারে মূলধারার মুক্তির সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।



Post Comment