Loading Now

ঈদ জামাতের জন্য প্রস্তুত বরিশালের ৮ হাজার মসজিদ

 

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর আমতলা মোড়ে অবস্থিত বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম।

 

এদিকে দুটি করে ঈদের জামাত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম, জামে এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে। এর পাশাপাশি বরিশালের অধিকাংশ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে বলে জানা গেছে। জামে কশাই মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়।

 

চকবাজার জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত সকাল দশটায়। জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আদালত পাড়া জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসলিম গোরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বালুর মাঠ জামে মসজিদে সাড়ে ৮টায়, অক্সফোর্ড মিশন রোড বাইতুন নূর ইদ্রিসিয়া জামে মসজিদে সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। আদালত পাড়া জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টিএন্ডটি মসজিদে সকাল ৮টায়, পোর্টরোড কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত হবে।

বরিশালের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই এবং নেছারাবাদ দরবার শরীফে। নেছারাবাদ দরবার শরীফে সকাল সাড়ে আটটায়, চরমোনাই ঈদগা মাঠে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে
নগরীর আমতলা মোড়ের খান বাড়ি জামে মসজিদ, দরগা বাড়ি মসজিদ, চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট জামে মসজিদ, বাকেরগঞ্জের দুধল মাদ্রাসা জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। ফারহান তালুকদার জামে মসজিদে সকাল সোয়া আটটায় ঈদের জামাত হবে।
ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক নুরুল ইসলাম বলেন, বরিশাল জেলায় মোট আট হাজার ৩৪টি মসজিদ রয়েছে। সব মসজিদেই ঈদের জামাত হবে। তবে এ জন্য আমাদের থেকে কোনো নির্দেশনা বাধ্যবাধকতা নেই।
বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের জানান, সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়।

জামে কসাই মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান বলেন, সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত হবে। এ ছাড়া নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED