উজিরপুরে বিএনপির কার্যালয়ে আগুন
উজিরপুর প্রতিনিধি ।।
বরিশালের উজিরপুরে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া হাটের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে এবং অল্প সময়ের মধ্যে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যায়।
উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, বুধবার রাত ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বরিশালের পুলিশ সুপার (এসপি) মো. শরফুদ্দিন বৃহস্পতিবার সকালে জানান, ঘটনাস্থলে উজিরপুর থানার ওসি রয়েছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Post Comment