Loading Now

উজিরপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

 

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশাল জেলার উজিরপুর ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার ( ১৭ মার্চ) উপজেলার শোলক গ্রামের মামুন বেপারীর মেয়ে শিশুকে (৭) একই গ্রামের মৃত মজিদ তালুকদারের লম্পট ছেলে রবিউল তালুকদার টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ডাক-চিৎকার করে শিশুটি দৌড়ে পালিয়ে গিয়ে রক্ষা পায়।

পরিবার সূত্রে জানা যায়- শিশুটি বটতলা নুরানী মাদ্রাসায় দ্বিতীয় জামাতের ছাত্রী সোমবার বিকেল ৩ টায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে লম্পট রবিউল তাকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের পানের বরজে নিয়ে তার গোপনাঙ্গে হাত দেয় এবং কু-প্রস্তাব দেয়, শিশুটি চিৎকার দিয়ে দৌড়ে তার মায়ের কাছে গিয়ে রবিউলের কূ-কীর্তি ফাঁস কথায় জানিয়ে দেয়। এ ঘটনা এলাকায় চাউর হলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে লম্পট রবিউলের কঠোর বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে লম্পট রবিউলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’’

Post Comment

YOU MAY HAVE MISSED