Loading Now

উজিরপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশালের জেলার উজিরপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য গাজা ও ইয়াবা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

উজিরপুর অস্থায়ী সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায় , ২২ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পৌর সদরের ৫ নং ওয়ার্ডের বেলতলা নামক স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফয়সাল ও ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মাহফুজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত মনসুর আলী বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী(৪০) কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মাদকসহ সেনাবাহিনীরা আব্দুল হালিম বেপারীকে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED