উত্তেজনা রূপ নিচ্ছে উদ্বেগে, ক্লান্ত প্রার্থী-পোলিং এজেন্টরা
অনলাইন ডেক্স ।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনার কাজ। দীর্ঘ এই গণনা প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে পড়েছেন গণনাকেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা প্রার্থী ও পোলিং এজেন্টরা। তাদের উত্তেজনা রূপ নিচ্ছে উদ্বেগে। এদিকে ভোট গণনা শেষে ফল প্রকাশ করতে সন্ধ্যা ৭টা বাজবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা ১৫ নম্বর হলের (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোসাম্মাত শারমিন খাতুন বলেন, ‘৩৩ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, আমাদের মধ্যে এটা নিয়ে উত্তেজনা রয়েছে। কিন্তু ভোট গণনার দীর্ঘসূত্রতায় এই উত্তেজনা উদ্বেগে রূপ নিচ্ছে। তিন দিন ধরে আমরা ফলাফলের জন্য এখানে অপেক্ষা করছি। একেক সময় একেকটা খবর আসছে। দুশ্চিন্তা বাড়ছে।’
সমন্বিত শিক্ষার্থী জোটের ক্রীড়া সম্পাদক প্রার্থী শফিউজ্জামান বলেন, ‘ভোটের আমেজ থেকে দূরে সরে যাচ্ছে সবাই। সবার ক্লাস পরীক্ষা আছে। ভোটের ফলাফলের জন্য অনেকেই তিন দিন পড়ে থাকতে চাইছে না।’
২১ নম্বর হলের (শেখ রাসেল হল) হল সংসদ রিডিং রুম সেক্রেটারি প্রার্থী ওমর ফারুক বলেন, ‘প্রার্থী-এজেন্ট শুভাকাঙ্ক্ষী সবার মধ্যে ক্লান্তি ভর করছে। একজন শিক্ষক মারা গেছেন। কয়েকজন বর্জন করেছেন। এ কারণেই গণনায় কিছুটা দেরি হচ্ছে।’
নির্বাচনে মোট ৮টি প্যানেল অংশ নিচ্ছে। এর বাইরে অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এরই মধ্যে ৮টি প্যানেলের মধ্যে পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করেছে। আজ শনিবার সকালে গণনাকেন্দ্রের বাইরে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট এবং তাদের সমর্থিত প্রার্থী ও পোলিং এজেন্টদের আধিক্য দেখা গেছে। অন্য প্যানেলের প্রার্থী ও প্রতিনিধি নেই বললেই চলে।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। শুরুতে হল সংসদের ভোট গণনা হয়েছে। এরপর শুক্রবার রাত আটটা থেকে শুরু হয় কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।
গণনা কখন শেষ হবে তা নিয়ে নির্বাচন কমিশনের সদস্যরা একেক সময় একেক রকম তথ্য জানাচ্ছেন। শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তবে শনিবার সকালে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, আজ দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। পরে আবার ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, ভোট গণনা শেষে ফল প্রকাশ করতে সন্ধ্যা ৭টা বাজবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর বাকি আছে ৩টি হল।
তথ্য সূত্র: আজকের পএিকা,,,,
Post Comment