উদয়ন স্কুলে উজ্জ্বল মালাকারের অবৈধ কোচিং বাণিজ্য
বরিশাল নগরীর উদয়ন স্কুলের শিক্ষক উজ্জল মালাকারে পরিচালনায় চলছে কোচিং বানিজ্য ও অবৈধ প্রাইভেট স্কুল কুসুমবালা আইডিয়াল স্কুল
বরিশাল নগরীর উদয়ন স্কুলের শিক্ষক উজ্জ্বল মালাকারের পরিচালনায় চলছে কোচিং বানিজ্য ও অবৈধ সরকারী নিবন্ধন ব্যতিত প্রাইভেট স্কুল কুসুমবালা আইডিয়াল স্কুল। দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালে নীতিমালা জারি করে সরকার। সরকারী এসব নিয়মের তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ কোচিং বানিজ্য। সূত্রে জানা যায়, উজ্জ্বল নগরীর ভাটিখানা ঢাকাইয়া গলি কোচিং সেন্টার ও প্রাইভেট স্কুল খুলেছে। প্রতি ব্যাচে ৩০ থেকে ৪০ জন করে জনপ্রতি ১০০০-১২০০ টাকা নিয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থীদের কোচিং করাচ্ছে। গোপনসূত্রে আরো জানা যায়, উদয়ন স্কুলের বরাতে তিনি এ কোচিং সেন্টারটি দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে। তার কোচিংয়ে ১ম-৯ম শ্রেণির উদয়ন স্কুল ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কোচিং করছে। তাছাড়া উদয়ন স্কুলে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা থাকায় বিভিন্ন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির প্রলোভন দেখিয়ে কোচিং করাচ্ছে যা বর্তমান শিক্ষা আইনে অবৈধ। সরকারি নিয়ম অনুসারে শ্রেণি শিক্ষকরা স্কুল সময় পরে দুর্বল ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত ক্লাস নিতে পারবে স্কুলেই। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করে এই প্রভাবশালী শিক্ষক বাহিরে বানিজ্যিক কোচিং পরিচালনা করছে। স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে অবৈধ কোচিং বানিজ্য। এছাড়া কোচিং বানিজ্যর পাশাপাশি তিনি সরকারি নিবন্ধন ব্যতিত একটি প্রাইভেট স্কুল পরিচালনা করছে যার কোনো বৈধ কাগজপত্র নেই। যা শিক্ষার্থীদের সাথে এক প্রকার প্রতারণা। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ ব্যাপারে মুঠোফোনে বিষয়টি অবহিত করলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখেছেন।ঐ শিক্ষক প্রাইভেট পড়াবে না বলে লিখিত দিয়েছেন এবং বরিশাল জেলা প্রশাসক বলেন তিনি বরিশালে নেই।অভিযোগ দিয়ে থাকলে খতিয়ে দেখা হবে
Post Comment