Loading Now

এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ।।

এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় বরিশালে নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এমারজেন্সি চিকিৎসক আশিষ কুমার সাহা।

তিনি জানান এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। দুপুর ১২ টার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় শোকের ছায়া নেমেছে নুসরাত জাহান নাসরিন এর শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে। সহপাঠীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরীক্ষার্থীরা।

বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক৷ নুসরাত জাহান নাসরিন ফলাফল ভালো করেছে। রেজাল্ট পুনঃ বিবেচনার আবেদন করতে পারতেন তিনি। এমন সিদ্ধান্ত নেয়াটা দুঃখজনক।

জানা গেছে নুসরাত জাহান নাসরিন বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশালের বাসা ভাড়া নিয়ে বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স নাজনীনের সাথে তিনি থাকতেন।

Post Comment

YOU MAY HAVE MISSED