Loading Now

এইচএসসি পরীক্ষা: বাংলা প্রথমপত্র অনুপস্থিত ১০২৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ২৯ জন শিক্ষার্থী।

এছাড়া অসৎ উপায় অবলম্বনের জন্য নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়া একই কেন্দ্রে ছয়জন শিক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, বরিশাল বিভাগের ৬ জেলার ১৪৪টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল ৫৭ হাজার ৩৫৮ জন শিক্ষার্থীর। তবে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫৬ হাজার ৩২৯ জন।

ফলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২৯ জন। অনুপস্থিতির হার এক দশমিক ৮৩ শতাংশ।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বরিশালে এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। করোনা ও ডেঙ্গু সংক্রমণের বিষয়টি মাথায় রেখে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পরীক্ষা কঠোরভাবে ১৮টি টিমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম পেলে কোনো ধরনের ছাড় নেই।

 

Post Comment

YOU MAY HAVE MISSED