Loading Now

এক্সপ্রেসওয়ের সেই ভাইরাল ভিডিও দেখে ৫ ডাকাত আটক

অনলাইন ডেক্স ।।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে রামদা হাতে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ওই ডাকাতদলের ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।

বুধবার (৭ মে) মুন্সীগঞ্জ গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চালকের দক্ষতায় রামদা হাতে ডাকাতের হাত থেকে রক্ষা পান ওই ব্যক্তিগত গাড়ির আরোহী।

ঘটনার সময় গাড়ির একটি ড্যাসবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওটি মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে ওৎ পেতে থাকা ডাকাতরা একটি গাড়ি আসতেই বড় রামদা নিয়ে গাড়িটির দিকে এগিয়ে আসতে থাকে।

কিন্তু গাড়িচালক ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে না গিয়ে দ্রুত গাড়িটি নিয়ে কেটে পড়তে সমর্থ হয়। হাফপ্যান্ট পরিহিত কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৬ জন ডাকাত গাড়িটিকে ধরতে না পেরে একটি রাম দা গাড়ির দিকে ছুঁড়ে মারেন।

মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশর ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে। বিকেল ৪টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED