Loading Now

এক যুগ পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি

বিনোদন ডেক্স ।।

‘চ্যালেঞ্জ’ সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করেন টালিগঞ্জের দেব ও শুভশ্রী। বক্স অফিসে হিট হয় সিনেমাটি, দর্শক পছন্দ করে নতুন এই জুটির কেমেস্ট্রি। এরপর জুটি বেঁধে একের পর এক অভিনয় করেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’র মতো ব্যবসাসফল সিনেমায়। অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন তাঁরা। ভালোবাসার বন্ধনেও জড়িয়ে পড়েছিলেন। কিন্তু সেই বন্ধন বেশি দিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন। একসঙ্গে কোনো সিনেমায়ও আর অভিনয় করেননি তাঁরা। সবশেষ এই জুটিকে দেখা গিয়েছিল ২০১৩ সালে ‘খোকা ৪২০’ সিনেমায়। এক যুগের বিরতির পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই জুটি। আগামী ১৪ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’। এই সিনেমায় আবার একসঙ্গে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে।

সম্পর্কের ইতি টানার পর ধূমকেতু প্রথম এক করে দেব ও শুভশ্রীকে। সেটাও প্রায় ১০ বছর আগে। গল্পের কারণেই ধূমকেতুতে কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। তবে নানা জটিলতায় আটকে ছিল সিনেমাটি। অনেকের মতো দেব-শুভশ্রীও হয়তো এই সিনেমার আশাই ছেড়ে দিয়েছিলেন। হঠাৎ করেই চলতি বছরের শুরুর দিকে ধূমকেতু মুক্তির গুঞ্জন শোনা যায়। অবশেষে চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমার মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্তদের মনে এক নতুন প্রশ্ন জেগে ওঠে, সিনেমার প্রচারে কি দেব ও শুভশ্রী একসঙ্গে উপস্থিত হবেন? তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে গতকাল নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল সিনেমার প্রমোশনাল ভিডিও। সেই ভিডিওতে দেখা মিলল দেব-শুভশ্রীর। তাঁরা বার্তাও দিলেন দর্শকদের। সেখানে দেব ও শুভশ্রী কাট টু কাট শটে বলেন, ‘১২ বছর পর আবার আমরা একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সকলের সঙ্গে বড় পর্দায়।’

প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। দীর্ঘ ১২ বছর পর দেব-শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখতে পেয়ে ভক্তরাও আবেগাপ্লুত। সিনেমার গল্প, গান এবং নায়ক-নায়িকার রসায়ন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, এই সিনেমা শুধু প্রেমকাহিনি নয়, বরং এর মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।

 

 

Post Comment

YOU MAY HAVE MISSED