‘এখনও একটি মহল জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত’: রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখনও একটি মহল তা বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বরিশালে নিজ বাসভবনে অবস্থানকালে শুক্রবার (৭ নভেম্বর) মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় রহমাতুল্লাহ বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এমন অবস্থায় দেশের মানুষ পরিবর্তনের জন্য, গণতান্ত্রিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠার জন্য আগ্রহভরে জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিবিহীন দেশকে কখনও স্থিতিশীল করা সম্ভব নয়। অর্থনীতিকেও সঠিক পথে ফেরানো যাবে না। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরী। রহমাতুল্লাহ সতর্ক করে বলেন, একটি মহল এখনও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
দলের সাংগঠনিক বিষয় নিয়ে তিনি বলেন, দল ইতোমধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। শেষ পর্যন্ত মনোনয়ন যাই হোক , ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন থেকেই ঘরে ঘরে ধানের শীষের পক্ষে কাজ শুরু করতে হবে।
মতবিনিময়কালে বরিশাল মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে এদিন বিকেলে নগরীর সদর রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সম্মুখে টাউন হল চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সদর-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ও বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপি’র সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



Post Comment