Loading Now

এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় ৩ জনের কারাদণ্ড

 

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের একটি এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় তিনজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতের বিচারক মেহেদি আল মাসুদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা নেছারিয়া এতিমখানার সাবেক সভাপতি মো. সালেহ আহমেদ, সম্পাদক মাওলানা মোস্তফা সালেহীন ও কোষাধ্যক্ষ মো. ওয়ালিয়ার রহমান।

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী বাশার বলেন, ধানীসাফা নেছারিয়া এতিমখানাটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময় মাদ্রাসার নিজস্ব ২০ লাখ ও সরকারি সহায়তার ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। এ নিয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারি এতিমখানার পরিচালক পর্ষদের সদস্য মো. নাছির উদ্দিন হাওলাদার পিরোজপুরের বিশেষ জজ আদালতে মামলা করেন।

মামলায় এতিমখানার তৎকালীন সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ ছাড়াও পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেনকে আসামি করা হয়।

পরে দুর্নীতি দমন কমিশনের বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল আমিন আসামিদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে অপর তিনজনের বিরুদ্ধে ২০১৯ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার শুনানিতে ২৩ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তিনজনের সাজার রায় ঘোষণা করেন বিচারক।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, কারাদণ্ডের পাশাপাশি তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন বিচারক।

Post Comment

YOU MAY HAVE MISSED