Loading Now

এতো চুপ করে থাকা যায় নাকি: পরীমণি

 

বিনোদন ডেক্স ।।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি একটি আবেগঘন ফেসবুক পোস্টে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, “এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!”

তার পোস্টে পরীমণি উল্লেখ করেন, এর আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং কণ্ঠশিল্পী পরশীও একই ধরনের হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে এমন কর্মকাণ্ডের মাধ্যমে কী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সেই প্রশ্নও তিনি তুলে ধরেছেন।

পরীমণি আরও লেখেন, “কি বলার আছে আর… এ দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”

তার এই মন্তব্যের পর বিনোদন জগতে কাজ করা শিল্পীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই শিল্পীদের প্রতি এমন আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

দর্শকদের একাংশও এই পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন এবং শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED