Loading Now

এবার দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি ববির শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক ।।

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও, ইউজিসি থেকে সাড়া না পেয়ে ফের ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে যাত্রীরা ভোগান্তিতে পরেন।

আন্দোলনকারী শিক্ষার্থী শওকাত ওসমান স্বাক্ষর জানান, ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ-সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য অন্তত ৭৫টি কক্ষ প্রয়োজন। কিন্তু আছে মাত্র ৩৬টি। কক্ষ-সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করাতে হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে।

তিনি আরও জানান, আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘আমরা আর কোন আশ্বাস চাই না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের দাবি বাস্তবায়ন না গলে শিঘ্রই আমরা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার কমৃসূচি নেবো।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। তবে প্রতিটা কাজের একটা প্রক্রিয়া আছে। আমাদের নতুন ভবন তৈরির জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডির কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।’

তিনি আরও বলেন, অন্যদিকে জমি অধিগ্রহণের জন্য আমাদের সঙ্গে বরিশাল জেলা প্রশাসকের কথা হয়েছে। তিনি খুবই পজেটিভ এই ব্যাপারে। পরিবহন সমস্যার সমাধানের জন্য নতুন অর্থবছরের পরিবহন কেনা হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED