Loading Now

এশিয়ান আরচারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আলিফ

স্পোর্টস ডেক্স ।।

সিঙ্গাপুরের মাটিতে লাল-সবুজের পতাকা উড়ালেন বাংলাদেশের আরচার আবদুর রহমান আলিফ। এশিয়ান কাপ আরচারিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে এক স্বর্ণ জিতেছেন তিনি। আরচারির রিকার্ভ পুরুষ এককে ফাইনালে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আর্চার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ ২৯-২৬ ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলেন।

এর আগে বিশ্বকাপ, এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো টুর্নামেন্টে অংশ নিলেও কোনো পদক জিততে পারেননি আলিফ। এবারই জিতলেন, সেটা আবার স্বর্ণপদক।

স্বর্ণ জিতে সিঙ্গাপুরের মাঠে আনন্দে মেতে ওঠেন আলিফ। জড়িয়ে ধরেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে। এমন উচ্ছ্বাস তো হবেই! এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতলো বাংলাদেশ।

Post Comment

YOU MAY HAVE MISSED