Loading Now

এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক ।।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছে ২৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে আরও ২৬ জন শিক্ষার্থী।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর ১৩ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোট ৩৮ হাজার ৪৩৭টি আবেদন করেন।

বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার এক হাজার ৫০২টি স্কুল থেকে মোট ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী ছিল।

এর মধ্যে ১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ৮২ হাজার ৯৩১ জন। পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।
সেই হিসেবে বরিশাল শিক্ষা বোর্ডে এ বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩৮ শতাংশ।

Post Comment

YOU MAY HAVE MISSED