এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এসডিজি ডেটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে এসডিজি স্থানীয়করণ সেমিনার বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ‘এসডিজি স্থানীয়করণে সমাজের সকল শ্রেণির মানুষের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক গড়ে তুলতে পারলেই এসডিজি অর্জন সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে আমরা এসডিজি বাস্তবায়নে জাতিসংঘে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। এরই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে এসডিজির অনেক সূচক অর্জন করতে পেরেছি। স্থানীয় পর্যায়েও চাহিদার ভিত্তিতে সূচকের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। তাই এসডিজি স্থানীয়করণে সকল অংশীজনদেরকে সমান গুরুত্ব সহকারে কাজ করতে হবে। ’
বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার শামীম হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক শহীদুল ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে এসডিজি স্থানীয়করণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মাহাবুর রহমান শেখ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ওহিদুজাজামান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এসডিজি সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা আলমগীর হোসেন।
Post Comment