ওমান প্রবাসীকে নারী পাচার মামলায় ১০ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক ॥
এক সন্তানের জননীকে বিদেশে পাচার, শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করার মামলায় ওমান প্রবাসীকে ১০ বছরের কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ রায় দেন বলে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানিয়েছেন। দন্ডের পাশাপাশি প্রবাসীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভুক্তভোগী নারীকে দেয়ার আদেশ দেয়া হয়েছে। দন্ডিত কবির মৃধা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং ওমান প্রবাসী।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় এক সন্তানকে নিয়ে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের পিত্রালয় আসে ভুক্তভোগী নারী। বাবার বাড়িতে এসে কাজের সন্ধান করে সে। তখন ওমান প্রবাসী কবির মৃধা তাকে মাসিক ২৫ হাজার টাকা বেতনে হাউজিং ভিসায় ওমান নেয়ার প্রস্তাব দেয়। এর জন্য গৃহবধুর কাছ থেকে এক লাখ টাকা নেয় কবির মৃধা।
২০১৯ সালের ১৪ ডিসেম্বর ওই নারীকে ওমান নিয়ে যায়। সেখানে নেয়ার পর ওই নারীকে একটি ঘরে আটকে রাখে। পরে তাকে শারীরিক মানসিক ও যৌন নির্যাতন চালায়। বিষয়টি ওই নারী বোনকে জানিয়ে দেশে ফিরিয়ে নেয়ার আকুতি জানায়। তার বোন তাকে ফেরত পাঠানোর অনুরোধ করলে তার কাছে আরো আড়াই লাখ টাকা দাবি করে। তখন ওমান প্রবাসী পরিবারের কাছে এক লাখ দশ হাজার টাকা দেয়। কিন্তু বোনকে ফেরত পাবে না জানালে ২০২০ সালের ৩ ডিসেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা করে ভুক্তভোগীর বোন।
মামলায় ওমান প্রবাসী সহ পাঁচজনকে আসামি করা হয়। বাকেরগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩১ মার্চ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে তিনজনকে খালাস এবং ওমান প্রবাসীকে কারাদন্ড দেন। রায় ঘোষণার সময় ওমান প্রবাসী পলাতক ছিল।
Post Comment