কক্সবাজারের হত্যা মামলার আসামি কুয়াকাটায় র্যাবের হাতে আটক
কুয়াকাটা প্রতিনিধি ।।
পটুয়াখালীর কুয়াকাটার মহিপুর থানার বিপিনপুর এলাকা থেকে কক্সবাজারের রামু থানায় দায়ের করা এক হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তির নাম মো. ইব্রাহিম (২০)। তিনি কক্সবাজার জেলার উল্টাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, গত ২ আগস্ট সকালে জীবিকার তাগিদে টমটম রিকশা নিয়ে বের হয় সোহেল (১৭)। তবে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী এলাকায় এক নালায় রক্তাক্ত অবস্থায় সোহেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর ৪ আগস্ট নিহতের বাবা রিয়াজ উদ্দিন বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম মহিপুর এলাকায় অবস্থান করছেন— এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ইব্রাহিমকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Post Comment