Loading Now

কনার বিচ্ছেদ, ন্যান্সির খোঁচা

বিনোদন ডেক্স ।।

স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার ছয় বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে।

বুধবার (২৫ জুন) রাতে আবেগঘন এক ফেসবুক পোস্টে কনা এ কথা জানান।

পোস্টে কনা লিখেছেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।’

তিনি জানান, গত ১৬ জুন তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

 

কনা আরও লিখেছেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

কনা ও গহিনের বিয়ে হয়েছিল ২০১৯ সালে। গানের জগতের অন্যতম জনপ্রিয় এই শিল্পীর ব্যক্তিজীবনের এমন পরিবর্তন তার অনুরাগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে কণার ব্যক্তিত্বপূর্ণ এই প্রকাশ ও ইতিবাচক মনোভাব অনেকের প্রশংসা কুড়িয়েছে।

 

এদিকে কনার বিচ্ছেদ সংক্রান্ত পোস্টের পর দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির একটি ফেসবুক পোস্ট নেটিজেনদের নজরে এসেছে। সে পোস্টে কনার নাম উল্লেখ না করলেও অনেকটা খোঁচার সুরে ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়-বাণীতে শেয়াল রাণী।’

জনপ্রিয় এই দুই সংগীতশিল্পীর মধ্যে মনোমালিন্যের খবর দেশের সংগীতাঙ্গনে এখন ওপেন সিক্রেট। তাই ন্যান্সির পোস্টটি কনাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে বলে ধারণা করছেন নেটিজেনরা। যদিও পোস্টের ব্যাপারে ন্যান্সির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Post Comment

YOU MAY HAVE MISSED