Loading Now

কন্যাশিশু দিবস উপলক্ষে বরিশালে মা সমাবেশ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ।।

“আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে কন্যাশিশু ও মা সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপমা ফারিসা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল মেহেরুন নাহার মুন্নী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং কন্যাশিশুরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় বক্তারা কন্যাশিশুর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কন্যা তুমি তুচ্ছ নও, নও তুমি ক্ষুদ্র, যদি তুমি জেগে উঠো। তবে করবে বিশ্ব জয়। কবি নজরুলের ভাষায় জাতীয় কন্যাশিশু দিবস পালনে কন্যা শিশুর গুণগান গাইতে চাই। কন্যাশিশুর যথাযথ শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা নিশ্চিতকরণ তথা সুষ্ঠু বিকাশকে রেখেই জাতীয় কন্যা শিশু দিবস পালন শুরু হয়। ইভ-টিজিং, এসিড সহিংসতা এবং যৌন নির্যাতনসহ কন্যাশিশুর প্রতি সকল সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল এ দিবসের লক্ষ্য। কতটুকু সফল হয়েছি তা বলা দুষ্কর। প্রতি বছর এ দিবস পালন হচ্ছে বলে এখনো কন্যাশিশুর প্রতি বৈষম্য, নির্যাতন, যৌন সহিংসতা বন্ধ করতে পারিনি। প্রতিদিনের খবরের কাগজে একজন হলেও কন্যাশিশুর আকুতি ফুটে উঠে। শিশুরাই জাতির ভবিষ্যৎ।

একই আদলে শাসনে বেড়ে উঠলে কন্যাশিশুও সমভাবে অবদান রাখবে। এদের পরিপূর্ণ শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা নিশ্চিত করতে পারলে অবশ্যই শিক্ষার আলোয় আলোকিত হয়ে বিশ্বটাকে রাখবে ভালো। এদের প্রতি দেশের অঙ্গীকার যথাযথ পূরণ করা অবশ্য কর্তব্য। মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা হয়।

কন্যাশিশুদপর প্রতি সব ধরনের অধিকার সমভাবে প্রদান করতে আমাদের বদ্ধপরিকর হতে হবে। নারীদের উন্নয়নের ক্ষেত্রে সকলকে শিক্ষিত হতে হবে। তাই কিশোর বয়সে কাউকে বাল্যবিবাহ দিয়ে শিক্ষায় বাধার সৃষ্টি করা যাবে না। সমাজকে বাল্যবিবাহমুক্ত করতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। উন্নত জাতি, উন্নত দেশ গড়তে নারীদের গুরুত্ব অপরিসীম।

এছাড়াও অতিথিরা জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED