কমপ্লিট শাটডাউনে ক্ষুব্ধ ববির সাধারণ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) বিরোধী চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা ৮টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ফ্যাসিবাদীবিরোধী মঞ্চ’-এর ব্যানারে আয়োজিত মশাল মিছিল কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। সেই সঙ্গে ফাইনাল পরিক্ষা ছাড়া সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়। এই ঘোষণাকে ঘিরে তীব্র ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা যায় ববির সাধারণ শিক্ষার্থীদের মাঝে।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই প্রতিক্রিয়া দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট গ্রুপ লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অধিকাংশ শিক্ষার্থী এ সিদ্ধান্তের বিরোধীতা করে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার আহবায়ক সাহেদুল ইসলাম সাহেদ এক ফেইসবুক পোষ্টের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস ও মিডটার্ম পরিক্ষা বর্জনের ঘোষণা দিলে শিক্ষার্থীরা সেখানে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বলেন, কমপ্লিট শাটডাউন হবার মতো কিছু বরিশাল বিশ্ববিদ্যালয়ে হয়নি। এটি স্বাভাবিকভাবেই শিক্ষা কার্যক্রম ব্যাহত করবে। বিশেষ করে সেশন জট নিয়ে ভুগছে অনেক বিভাগ, কমপ্লিট শাটডাউন তাদের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়াবে। কাজেই, তাদের উচিত হবে এ ধরনের কর্মকান্ড এড়িয়ে গঠনমূলক কার্যক্রমে মনোযোগ দেওয়া।
রসায়ন বিভাগের শিক্ষার্থী ইমরান আল-আমিন বলেন, কমপ্লিট শাটডাউন সম্পূর্ণই অযৌক্তিক, এতে করে শিক্ষার পরিবেশ ব্যহত হবে।
লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শীফতি রায়ান রাইসা বলেন, কমপ্লিট শাটডাউনের বিষয়ে আমি একমত নই, কারণ অনেক বিভাগের সামনে পরিক্ষা, কিছু বিভাগ অনেক পিছিয়ে আছে, তাদের ক্লাসে ব্যঘাত ঘটবে। আন্দোলন করছে করুক কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যাতে ক্ষতির সম্মুখীন না হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে। এতে অনেক শিক্ষার্থীর জীবন জড়িত।
বাংলা বিভাগের শিক্ষার্থী এসএফ শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক পোষ্টে লিখেন, ভিসি থাকলো না গেলো কিংবা কে আসলো এটা আমার মতো শিক্ষার্থীদের জন্য মূখ্য বিষয় না, কিন্তু আমাদের শিক্ষা-কার্যক্রমে কেন বাধা আসবে। এর দায়ভার সাধারণ শিক্ষার্থীরা কেন নিবে?
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
Post Comment