Loading Now

কয়লা তৈরির ২৩ চুল্লি গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অপরাধে ২৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার উপজেলার চেঁচরিরামপুর ইউনিয়নে খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।

আদালত সূত্র জানায়, কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লির ম্যানেজার মো. সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাঁঠালিয়া থানার পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED