কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে!
অনলাইন ডেক্স ।।
গত কয়েকদিন থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস রয়েছে। অন্যদিকে, সারা দেশে দিনের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে গরম বেশি অনুভূত হতে পারে।
বুধবার (২১ মে) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আজ রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রাসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজকে তাপমাত্রা বৃদ্ধির কারণে গরম বাড়বে। কাল থেকে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে। আগামী ২৬ মের পর থেকে বৃষ্টি বাড়তে পারে, তখন আবার গরম কমে আসবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস রংপুরে। ঢাকার সর্বনিম্ন ছিল তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
Post Comment