কলাপাড়ায় আগুনে কৃষকের ঘর ভস্মীভূত
কলাপাড়াপ্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়ায় শহিদুল গাজী নামের এক কৃষকের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
যোগাযোগ ব্যবস্থা দূর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের সাহায্য ছাড়াই স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষনে ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন। ক্ষতিগ্রস্থ কৃষক শহিদুল গাজী বলেন, হঠাৎ উপরে টিন পোড়ার শব্দ পেয়ে দৌড়ে বাহিরে এসে দেখে আগুন দাউ দাউ করে জ্বলছে।
ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তার ঘরে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা ছিল। এছাড়া ১৪/১৫ মন চাল, ধানের বীজ ও মূল্যবান দলিলপত্রসহ আসবাবপত্র সব পুড়ে গেছে।
পড়নের লুঙ্গিটা পর্যন্ত রক্ষা করতে পারেননি। এতে তার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এবিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. ইলিয়াছ হোসেন বলেন, বিষয়টি তাদের অবগত করা হয়নি। দূর্গম এলাকা হওয়ায় স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রনে এনেছে বলে তিনি জানান।
Post Comment