Loading Now

কলাপাড়ায় উদ্‌যাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব

কলাপাড়া প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধবিহারে এ উৎসব শুরু হয়।

উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসক-উপাসিকারা ওই বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন। পরে তাঁরা পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথেরকে গুরুদক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেন। এ সময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন তাঁরা। এ ছাড়া দিনভর আহার প্রদান ও ধর্মীয় আলোচনাসহ নানা আয়োজন রাখা হয়েছে।

প্রতিবছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদ্‌যাপন করে আসছে রাখাইনরা। উৎসবে আসা কলাপাড়া উপজেলা অ্যাকাউন্টস কর্মকর্তা মংখেলা আজকের পত্রিকাকে বলেন, সকালে এসে এখানে পঞ্চশীল গ্রহণ করেছি।

পরে গুরুদক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেছি। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভিক্ষু বলেন, দূরদূরান্ত থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষজন এখানে মিলিত হয়েছে। পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED