Loading Now

কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই

কলাপাড়া প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়।

মহিষের লড়াইয়ে স্থানীয় সোহেল মিরার বলি মহিষ ও মো. হেলালের বলি মহিষ অংশগ্রহণ করে। প্রায় ১০ মিনিট স্থায়ী এ লড়াইয়ে সোহেল মিরার মহিষ বিজয় লাভ করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন লড়াইয়ের আয়োজন করায় দুর দুরান্ত থেকে ওই বিলে ভিড় জমায় হাজার হাজার মানুষ। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছ্বসিত ছিলো দর্শকরা।

Post Comment

YOU MAY HAVE MISSED