Loading Now

কলাপাড়ায় শিয়াল জবাই করে ভক্ষন, জরিমানা আদায়

কলাপাড়া প্রতিনিধি ।।

কলাপাড়ায় সংরক্ষিত বন্যপ্রাণী শিয়াল জবাই করে সামাজিকযোগাযোগমাধ্যমে (ফেসবুক) প্রকাশ করায় মো. জহিরুল (৩৫) নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। জানা গেছে, জহিরুল একটি শিয়াল জবাই করে সেই দৃশ্য ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, জহিরুল বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৬, ১০ ও ১২ ধারা ভঙ্গ করেছেন। আইনটির ৩৯ ধারায় তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, শিয়াল ২০১২ সালের আইনের ১ নম্বর তফসিলে সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে অন্তর্ভুক্ত। এই প্রাণী শিকার, হত্যা, বিক্রয় বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।

প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করার কথাও জানান কর্মকর্তারা।

Post Comment

YOU MAY HAVE MISSED