কলেজছাত্রীকে অপহরণ করায় আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক ॥
অমৃত লাল দে মহাবিদ্যালয়ের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্রী মাজিয়া আক্তার ১৫ বছর কে অপহরণ করায় ৮ জনের নামে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানার ওসিকে এজাহার করবার নির্দেশ দেন। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছে কাউনিয়া থানার চরআইচা গ্রামের তামিম, তাসরিফ, মুন্নি বেগম, খলিল শরীফসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলার বাদী কাউনিয়া থানা এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মামলায় উল্লেখ করেন তার মেয়ে অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রথম বর্ষের ছাত্রী। আসামি তামিম এর প্রেমের প্রস্তাবে রাজি না হলে ২০২৪ সালের ২২ শে নভেম্বর বিকেলে প্রাইভেট পড়তে যাবার সময় শায়েস্তাবাদ ইউনিয়ের বটতলা বাজারের কাছে পৌছলে আসামিরা বাদীর কন্যাকে অপহরন করে নিয়ে যায়। বাদী এ ব্যাপারে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি মোঃ হুমায়ুন কবির।
Post Comment