Loading Now

কাউখালীতে বাল্যবিয়ে পণ্ড, বরের ৭ দিনের কারাদণ্ড

 

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে মো. রাহাত (১৯) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাহাত উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে।

জানা গেছে, গত ৩/৪ দিন আগে কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে রাহাত বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের নুরুল ইসলামের সপ্তম শ্রেণি পড়ুয়া (১৩) মেয়েকে প্রেম করার সূত্রে পরিবারের অজান্তে তার বাড়িতে নিয়ে আসেন।

শনিবার বিকেলে রাহাতের পরিবার ওই মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে। এর মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বর ও কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিয়ের জন্য তাদের অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৭ (১) ধারায় বর রাহাতকে সাত দিনের কারাদণ্ড দেন। কনেকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর রাহাতকে সাত দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে ‘বাল্যবিবাহ নিরোধ’ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED