কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় কাউনিয়া থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম। ভুক্তভোগী জনসাধারণের বিভিন্ন সমস্যা শোনা এবং সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া উত্থাপিত সমস্যাগুলোর সমাধান পর্যালোচনার জন্য আগামী মাসে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে বিষয়গুলো পুনরায় আলোচনা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মোঃ মশিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার /বন্দর থানা/এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) প্রণয় রায় এবং অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল নিশাত।
এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ সেবা প্রত্যাশীরা।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভুক্তভোগী জনসাধারণের সমস্যা সরাসরি শুনে সমাধানের পথ বের করা এবং পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়ানোর লক্ষ্য বাস্তবায়িত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Post Comment