কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেল যাত্রীবাহি মাইক্রোবাস, আহত ৮
গৌরনদী প্রতিনিধি ।।
বরিশালের গৌরনদীতে পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে গুরুত্বর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল সিভেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন-আহতরা সবাই বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-সামনে গাড়ি থাকায় ঢাকাগামী যাত্রীবাহি একটি মাইক্রোবাস দুর্ঘটনাস্থলে থেমে ছিলো। আকস্মিকভাবে বেপরোয়াগতিতে আসা একটি কাভার্ড ভ্যান স্বজোরে থেমে থাকা মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে যাত্রীবাহি মাইক্রোবাসটি ঘটনাস্থলেই দুমড়ে মুচরে ভেতরে থাকা যাত্রীরা গুরুত্বর আহত হয়।
এসময় মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন-দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Post Comment