Loading Now

কারাগারে অসুস্থ হয়ে আ. লীগ নেতার মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান (৫৫)। পরে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শফিকুল আলম কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছি‌লেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বাবুল খানকে গ্রেপ্তার করে কলাপাড়া থানার পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলহাজতে থাকা অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।

চিকিৎসকরা জানান, শফিকুল আলম বাবুল খান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।

বাবুল খানের মৃত্যুর খবরে কলাপাড়ায় রাজনৈতিক মহলে শোকের আবহ নেমে এসেছে।

স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের অনেকেই তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED