কাল থেকে তারাবি শুরু
নিজস্ব প্রতিবেদক ।।
কাল থেকে তারাবি শুরু হবে। ভোররাতে ভাত খাবেন এবং আল্লাহ চাইলে রবিবার থেকে সবাই রোজা পালন করবেন। অনেকেই রমজান উপলক্ষে আগাম বাজার করছেন, অনেকে অনেক পরিকল্পনা করে রেখেছেন। আমরা শুধু পরিকল্পনাই করতে পারি, বাস্তবায়নের মালিক একমাত্র আল্লাহ। এভাবেই পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা জানিয়ে জুম্মার নামাজের বয়ান শুরু করেন ফারহান তালুকদার জামে মসজিদের ঈমাম মাওলানা মোকলেছুর রহমান। তিনি বলেন, শাবান মাসের শেষ জুম্মা এটি। এরপর থেকে মাহে রমজান শুরু হচ্ছে। রমজান মুসলমানদের জন্য শ্রেষ্ঠ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস যারা পেয়ে যায় তারা হচ্ছেন ভাগ্যবান। প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) মিম্বরে উঠে আমিন, আমিন, আমিন তিনবার বললেন। তাঁকে জিজ্ঞেস করা হলো, ‘হে রাসুল! এরুপ বলার কারণ কি।’ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ‘ওই ব্যক্তি ধ্বংস হোক, যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও (তাদের সেবা করে) জান্নাতে প্রবেশ করতে পারল না।’ তখন আমি বললাম, আমিন। অতঃপর তিনি বললেন, ‘ওই ব্যক্তি ধ্বংস হোক, যে রমজান পেয়েও নিজের গোনাহ মাফ করাতে পারলো না।’ আমি বললাম, আমিন। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ‘ওই ব্যক্তি ধ্বংস হোক, যার কাছে আপনার নাম আলোচিত হলো, অথচ সে আপনার ওপর দুরুদ পড়লো না।’ আমি বললাম, আমিন। (আল আদাবুল মুফরাদ : ৬৪৬; সহিহ ইবনে হিব্বান : ৯০৮)।
ঈমাম বলেন, অন্য এক হাদিসে এসেছে রাসুলুল্লাহ (সা:) বলেছেন, ‘কত রোজাদার আছে, যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। কত সালাত আদায়কারী আছে যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না।’ (ইবনে মাজা : ১৬৯০)।
অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি মিথ্যা বলা ও তদানুযায়ী আমল করা বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (বুখারি : ১৯০৩)
এরপর ঈমাম মাওলানা মোকলেছুর রহমান কবর এবং মৃত ব্যাক্তিকে কবরে রাখা নিয়ে আলোচনা করেন, পবিত্র কুরআনের সূরা আল ইমরান থেকে পাঠ করে তার বাংলা তরজমা তুলে ধরেন। যেখানে আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহকে পরিপূর্ণরুপে ভয় করো। আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না (সূরা আল ইমরান ,আয়াত : ১০২)।
ঈমাম মোকলেছুর রহমান বলেন, মৃত ব্যক্তিকে কবরে শুইয়ে দিয়ে আমরা তাঁকে রাসুলুল্লাহ (সা:) এর তত্ত্বাবধানে রেখে আসি। অথচ ঐ ব্যক্তি হয়তো জীবনে কখনো রাসুলুল্লাহ (সা:) এর কোনো আদর্শের অনুসরণ করেননি। নামেই শুধু মুসলমান ছিলেন। মহিলা হলে বাজারে বেপর্দা হয়ে ঘুরে বেড়িয়েছেন, পুরুষ হলে বেহায়াপনা করেছেন ইত্যাদি। তাই মরার আগে সকলকে সোজা অর্থ্যাৎ সঠিকভাবে ইসলামের আদর্শ মেনে চলার আহ্বান জানান চাঁদপুরা ইউনিয়নের তালুকদার বাড়ি জামে মসজিদের ঈমাম মোকলেছুর রহমান।
Post Comment