Loading Now

কিশোরীকে অপহরণ ৬ জনের নামে মামলা

 

নিজস্ব প্রতিবেদক ॥

বানারীপাড়া আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লামিয়া আক্তার (১৫) কে অপহরণ করায় ৬ জনের নামে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশালের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই নির্দেশ দেন।

যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : পিরোজপুর নেছারাবাদের বাসীন্দা হৃদয়, আলামিন, আব্দুল জব্বার , বাদশা, রাজিব শেখ, মিরাজ। বাদী বানারীপাড়া বিশারকান্দি গ্রামের জাকির বেপারী মামলায় উল্লেখ করেন-আসামিরা বাদির কন্যাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর স্কুলে যাওয়ার পথে আসামিরা চারটি মোটরসাইকেল করে বাদির কন্যাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে সোমবার মামলা করলে বিচারক উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সরকারি

Post Comment

YOU MAY HAVE MISSED