কিশোরীকে ধর্ষণের দায় ৩ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক ॥
১৪ বছর কিশোরীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করায় তিনজনের নামে আদালতে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বিমানবন্দর থানার ওসিকে এজাহার করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন বরিশাল বিমানবন্দর থানার শোলনা গ্রামের আইউব আলীর ছেলে সালাউদ্দিন,এম মোবারক এর ছেলে হাছান, আইউব আলীর ছেলে মেহেদী হাসান।
বিমান বন্দর থানার রায়পাশা গ্রামের হাসিনা মামলায় উল্লেখ করেন তার মেয়ের বয়স ১৪ বছর। আসামিরা একই এলাকার হওয়ায় বাদিরকন্যা কে ভুল বুঝিয়ে ২০২৪ সালের ২৪ শে এপ্রিল আপহরন করে নিয়ে যায়। এরপর ২০২৪ সালের ২৪ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৯ শে নভেম্বর পর্যন্ত ২০২৪ সালের ১৯ নভেম্বর পর্যন্ত ধর্ষণ করে। ধর্ষণের ব্যাপারে অন্যান্য আসামিরা সহযোগিতা করে। এ ব্যাপারে বৃহস্পতিবার মামলা করলে বিচারক উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী অজিবর রহমান।
Post Comment