Loading Now

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার তালতলীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ইব্রাহীম ওরফে জসিমকে (২২) গ্রেপ্তার করেছে তালতলী থানার পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ইব্রাহীম ওরফে জসিম পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের আ. মজিদ হাওলাদারের ছেলে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, গত ২৮ এপ্রিল কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি ইব্রাহীমকে শুক্রবার তালতলী ও পাথরঘাটা থানার পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

এ সময় ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। ওই দিন তাঁকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED