Loading Now

কুয়াকাটায় প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক, ভিডিও ভাইরাল

কুয়াকাটা প্রতিনিধি ।।

কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রেমিকসহ এক প্রবাসীর স্ত্রী আটক হয়েছেন। পরে পরিবারের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার (১৮ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পৌরভবনের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়েছে।

জানা গেছে, বাহরাইনপ্রবাসী স্বামীর অনুপস্থিতিতে কুয়াকাটায় ঘুরতে যান এক সন্তানের জননী নাহার ইসলাম রোজা ও তার পরকীয়া প্রেমিক রাকিবুল ইসলাম সজিব। সেখানে গিয়েই পুলিশের হাতে আটক হন তারা। ঘটনার পরপরই এর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, কুমিল্লার বাসিন্দা রোজার সঙ্গে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত ডাকুয়ার ছেলে রাকিবুল ইসলাম সজিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সজিব রোজার চেয়ে অন্তত ১০ বছরের ছোট। প্রেমিককে সঙ্গে নিয়ে গতকাল তারা কুয়াকাটায় ঘুরতে যান।

রোজার পরিবার তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে কুয়াকাটা পৌরসভা ভবনের সামনের সড়কে তাদের দেখতে পায় এবং স্থানীয়দের সহায়তায় আটক করে। পরে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে কেউ কারও বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি। তাই উভয় পক্ষের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED