Loading Now

কুয়াকাটায় ২৭ জেলেসহ ৫টি মাছধরা ট্রলার আটক

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলেসহ ৫টি মাছধরা ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৫ মে) শেষ বিকেলে আন্ধারমানিক নদীর মোহনায় মাছ শিকারকালে তাদেরকে আটক করা হয়।
পরে ৪টি ট্রলার মাঝিকে ৩০ হাজার টাকা ও ১ টি ট্রলারকে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় ১২ মণ মাছ জব্দ করে এতিমখানা ও দূস্থদের মাঝে বিতরণ করা হয়।

 

কোস্টগার্ড সূত্রে জানা যায় , শেষ বিকেলে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। নিষেধাজ্ঞায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে মাছ শিকারের দায়ে ২৭ জেলেসহ ৫ টি ট্রলার আটক করা হয়। পরবর্তীতে তাদের ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। সামুদ্রিক সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED