কুয়াকাটা মহাসড়কে পাঁচ বাসে অভিযানে ৯০০ কেজি জাটকা জব্দ, জরিমানা
কুয়াকাটা প্রতিনিধি ।।
কুয়াকাটা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাচারের উদ্দেশে লুকিয়ে রাখা ১৮টি ককশিট থেকে মোট ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পাঁচটি বাস থেকে এসব জাটকা উদ্ধার করা হয়। অভিযানে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারায় পাঁচ বাসের সুপারভাইজারকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জব্দকৃত জাটকা মানবকল্যাণমূলক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরে এগুলো কুয়াকাটা ও কলাপাড়া এলাকার ১১টি এতিমখানা এবং দুই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, আগামী আট মাস জাটকা ধরা, পরিবহন বা মজুদ দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির সাদেক বলেন, জাটকা পাচার রোধে নিয়মিত অভিযান চলছে এবং উদ্ধারকৃত মাছ সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হচ্ছে।



Post Comment