Loading Now

কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকার বালুচরে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের একটি বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কুয়াকাটার সৈকতের গঙ্গামতি এলাকার সূর্যাস্ত পয়েন্টে ডলফিনটি স্থানীয় লোকজন দেখতে পান।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী বেলাল বিশ্বাস বলেন, দুপুরের জোয়ারে ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে এসেছে মৃত ডলফিনটি। এর শরীরের কিছু চামড়া উঠে গেছে। দেখে মনে হয় গত তিন-চারদিন আগে ডলফিনটি মারা গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র সদস্য কে’এম বাচ্চু বলেন, মৃত ডলফিনটি বোটলনোজ প্রজাতির একটি পুরুষ ডলফিন, এটি লম্বায় ৪ থেকে সাড়ে ৪ ফুট হবে, এটির লেজ এবং চোখে আঘাত চিহ্ন রয়েছে।

ইদানীং ডলফিন, তিমি ও কচ্ছপের মৃত্যুতে আমরা উদ্ধিগ্ন, রিচার্জ নিয়ে যারা কাজ করে এবং বিভিন্ন গবেষনামূলক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে মৃত্যু কারণ উদঘাটনে গবেষণা চলমান রয়েছেন।

 

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আপনাদের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর শুনেছি। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত ডলফিনটি মাটি চাপা দেওয়া ব্যবস্থা করা হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED